আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

কবিতা-বৃষ্টি ভেজা সাঁঝে

ডাঃশিরিন সাবিহা তন্বী

বৃষ্টি ভেজা সাঁঝে

আজ মাখন নরম সন্ধ্যেবেলা বৃষ্টি স্নানে ভেজা
এমন দিনের মেঘলা আধাঁর খুব যতনে পোষা।।

পাপড়ি সম ওষ্ঠযুগল
বুকের মাঝে সেই ডামাডোল
নাকের তিলে রাগ ঝরে খুব
চুলের রাশি ঢেউ খেলে খুব।।

বুকের পাঁজড় উথাল পাথাল বলব তাকে আজ
লুকিয়ে রাখা শব্দযুগল মিহি কারুকাজ।।

বৃষ্টি ঝড়ে নরম পাতায়
গুনগুনানি লাউয়ের লতায়
ইচ্ছে করে ছুঁয়ে দিতে কচি তারি মন
ভেজা বাতাস কাঁপন তোলে সুখে অনুক্ষন।।

কানের কাছে মুখটি টেনে বলব তাকে খুব গোপনে
ফিসফিসিয়ে বলব তাকে যা রেখেছি খুব যতনে।।

সিঁদুর রাঙ্গা সাঁজ বেলাতে
বৃষ্টিমুখর আঁধার রাতে
খুব গোপনে দেহ মনে
তোমায় আমার চাই।।

বর্ষা নামুক নদীর বুকে বর্ষা নামুক দারুন সুখে
রাতের কোলে হৃদয় খুলে করব আলিঙ্গন।।

নীল শাড়ী আর নীল চুড়িতে
লাল টিপেতে সাজিয়ে নিতে
চুলের খোঁপায় বেলী মুড়ে
আসবে তুমি অভিসারে।।

বর্ষা হয়ে শুষ্ক বুকে আসবে তুমি বৃষ্টি রাতে
হাজার বর্ষ পুরনো সেই ভালবাসা হয়ে ।।

ভাসব আমি প্রেমের ভেলায়
ডুবে যাব ভালবাসায়
দুজন মিলে একক হবার দিনে
বৃষ্টি দিনে ভেসে যাব মাতাল সুখের বানে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ