গত ৭ আগস্ট ৩৩তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ ৮ বছরে পদার্পণ করলেও এখন পর্যন্ত এ ব্যাচের কোনো কর্মকর্তার পদোন্নতি হয়নি। ইতঃপূর্বে এ বিষয়ে তাঁরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের কাছে লিখিতভাবে ও আলোচনা সভার মাধ্যমে জোরালো দাবি জানিয়েছে। আজ “মুজিব বর্ষের উপহার, পদোন্নতি যোগ্য সবার” শ্লোগান সংবলিত পোস্টার দিয়ে ফেসবুকে এক যোগে দাবি জানিয়েছে ৩৩ ব্যাচের সদস্যরা। একই বিসিএস’র সাধারণ শিক্ষা ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডারে আরও দু বছর আগে প্রায় সবার পদোন্নতি হয়েছে।
অথচ একই সাথে যোগদান করা সত্ত্বেও এই ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারের কারও পদোন্নতি না হওয়ায় বিষয়টি তাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে, কর্মস্পৃহা নষ্ট করছে।
৩৩তম বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়েশন সভাপতি মোঃ মাঈন উদ্দিন বলেন “গত ৩ বছরের অধিক সময় ধরে প্রভাষক পর্যায়ে পদোন্নতি হয়নি। সহকারী অধ্যাপক / ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতির জন্য চাকরি কাল ৫ বছর প্রয়োজন, সে মোতাবেক গত ৬ আগস্ট ২০১৯ পদোন্নতির যোগ্যতা অর্জন করেছে আমাদের ব্যাচ। বর্তমানে আমাদের ৮ বছর চলছে, আমরা পদোন্নতি চাই”
৩৩ বিসিএসের আরেক কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন” ইনক্রিমেন্ট পেয়ে আমাদের বর্তমান বেতন ৬ষ্ঠ গ্রেড এর কাছাকাছি। এ অবস্থায় আমাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বা ৬ষ্ঠ গ্রেড দিলে সরকারের অর্থনৈতিক তেমন কোনো চাপ পড়বে না। পদোন্নতি হলে সম্মান বৃদ্ধি পাবে। মুজিব বর্ষে যোগ্য সবার পদোন্নতি হবে বলে আমাদের বিশ্বাস”।
Leave a Reply