তোমার শোকে শোকাতুর,
জাতি শোকাহত,
কষ্ট গঙ্গা বয়ে যায় মনে
অশ্রু অবিরত।
১৫ই অগাস্ট এলে
গতি যায় থেমে,
কি এক অব্যক্ত যন্ত্রণা
বুকে আসে নেমে।
নিথর হয়ে যায় দেহ
রক্তে চলাচল,
লোমে শিহরণ জাগে
আঁখি ছলছল।
৭ মার্চের ভাষণ শুনে
সম্বিত পাই ফিরে,
দেশ মুক্তির আহ্বানে
জেগে উঠি বারে বারে।
দীপ্ত শপথ নিয়েছি মোরা
সোনার বাংলা গড়ার,
মোদের পথ দেখাতে পিতা
ফিরে এসো আবার
রুহুল আমিন
ঢাকা
Leave a Reply