আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৫ ইং

ডেঙ্গুতে একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি ২৪৮ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আঞ্চলিকভাবে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১৮ জন, রাজশাহীতে ১৮ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৪ জন এবং রংপুর বিভাগে ভর্তি হয়েছেন ৩ জন।চলতি বছরে (২০২৫) এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

এর আগে ২০২৩ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা যান এবং হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের এবং ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ