আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ ইং

ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ২৫ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৭ লাখ ৭৫ হাজার ১৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ১৪ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্লকে কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সবচেয়ে বেশি ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) ৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আর তৃতীয় স্থানে থাকা ম্যারিকো ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- এএফসি অ্যাগ্রো, আমান ফিড, বিএসআরএম লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক, ফাইন ফুডস, জেনেক্স ইনফোসিস, ইন্দো-বাংলা ফার্মা, আইএফআইসি, কোহিনুর কেমিক্যাল, কেপিসিএল, খুলনা প্রিন্টিং, ম্যারিকো, ওয়াইম্যাক্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল, সিমটেক্স, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক, ইউপিজিডি ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ