আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর ব্যাগে কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতফেরত এক যাত্রীর কাছ থেকে এক কেজি ওজনের সোনার বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে সোনার বারসহ আরও বেশ কিছু পণ্য জব্দ করা হয়।
এ ঘটনায় মিজানুর রহমান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এক যাত্রী সোনার বার নিয়ে আসবে, এমন খবর ছিল আগেই। এ খবরের ভিত্তিতে যাত্রীর হাতে থাকা একটি ব্যাগ থেকে সোনার বারসহ আইফোন জব্দ করা হয়েছে। জব্দ করা সোনার মধ্যে রয়েছে ৬টি বার, চুরি ১২টি, লকেট ১২টি।
এ ছাড়া ১৯টি আইফোন ও কয়েকটি মদের বোতল জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ কে এম সুলতান মাহমুদ জানান, এ ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ