আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

শিক্ষা ক্যাডারের অপ্রাপ্তি ও দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ক্যাডারের অপ্রাপ্তি ও দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শিক্ষা এবং শিক্ষকবান্ধব মানুষ’ মানুষ আখ্যায়িত করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তার সামনে যুক্তিসঙ্গতভাবে যেকোনো বিষয় তুলে ধরলে সহজেই পাওয়া যায়। আন্দোলনের প্রয়োজন হয় না। শিক্ষা ক্যাডারের অপ্রাপ্তি ও দাবিগুলো সমাধানের জন্য যথাযথভাবে তার কাছে তুলে ধরা হবে।’
সোমবার (২৫ এপ্রিল) মন্ত্রী ঢাকা কলেজে বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘সবাই একযোগে কাজ করে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। আমি সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা ক্যাডারের সব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কর্মকর্তা পদায়নে যথাযথ গ্রেড পদ্ধতি কার্যকরসহ নানাবিধ সমস্যা আমাদের সামনে এসেছে। সেই সমস্যাগুলো দূর করতে সবার কাজ করতে হবে।’
দীপু মনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থার মহান যে স্থান অর্জন করার আকাঙ্ক্ষা আমাদের তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গেছেন। শিক্ষা ব্যবস্থাকে যেমন করতে তিনি স্বপ্ন দেখেছিলেন, দিকনির্দেশনা দিয়েছিলেন, শিক্ষা কমিশন গঠন করেছিলেন তার আদলে অনেক কিছুই বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা সেটি সম্পন্নরুপে বাস্তবায়ন করব।’
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের আহবায়ক অধ্যাপক নাসির উদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে দেশের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ