বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ আজ ১৭/৪/২০২২ রোজ রবিবার ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে, ৩২ নম্বর ধানমন্ডিস্থ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধানিবেদনকালে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী, মহাসচিব জনাব মো. শওকত হোসেন মোল্যা, সহসভাপতি প্রফেসর মামুন উল হক, সহ সভাপতি ড. রুহুল কাদির, যুগ্ম মহাসচিব জনাব বিপুল চন্দ্র সরকার, সাংগঠনিক সচিব জনাব মোঃ তানভীর হাসান, দপ্তর সচিব জনাব মোঃ মনিরুল আলম মাসুম, সহ আইন সচিব মোঃ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০/০৩/২০২২ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানতে চাইলে সভাপতি প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী বলেন,” আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশনা বাস্তবায়ন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ”। দৈনিক তারুণ্যকে নব নির্বাচিত সহ প্রচার সচিব সরকার মোহাম্মদ শফিউল্লা দিদার জানান “গুণগত শিক্ষা নিশ্চিতকল্পে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারগণের যথাসময়ে পদোন্নতি সহ যথাসময়ে বেতন স্কেল আপগ্রেডেশন বিশেষত, নবীন কর্মকর্তাগণের পাঁচ বছরান্তে ৬ষ্ঠ গ্রেড প্রাপ্তি নিশ্চিতকরণের বিষয়টিকে অগ্রাধিকার বিবেচনায় নেওয়া হয়েছে ।
উল্লেখ্য যে, আগামী দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে এই কমিটি।
সাথে থাকতে ক্লিক করুন — https://web.facebook.com/DainikTarunya/
https://web.facebook.com/DainikTarunya/