বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দের সাথে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম পির একসভা আজ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল এই সভায় অংশগ্রহণ করে।
সভায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ পদোন্নতি, ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি, পদ সৃজন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, পদ আপগ্রেডেশন, নন ভ্যাকেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংক্রান্ত চিঠি ও একক কর্মকর্তা সহ বিভিন্ন ইস্যু মাননীয় মন্ত্রীর নিকট তুলে ধরেন।
দীর্ঘ পৌনে তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত সভায় মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ধৈর্য সহকারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং যথাযথ প্রতিকারের আশ্বাস দেন ।
সমিতির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানানো হয়।
Leave a Reply