স্টাফ রিপোর্টার: মহামারী নভেল করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে । বিশ্বের অনেকেই শেষ সম্বল চাকরিটাও হারাচ্ছে । দেখা দিয়েছে বেকার সমস্যা । এটি সারাবিশ্বের মানুষের কাছে হতাশা সৃষ্টি করছে । অপরদিকে বেশির ভাগ মানুষই অনলাইন সেবাকে কাজে লাগাচ্ছে । করোনাকালে মানুষ ঘরে বসেই অফিসের সকল কাজ করছে । ফলে মহামারী করোনাকালে ডিজিটাল দুনিয়ায় টিকে থাকতে যেসব দক্ষতার প্রয়োজন সে বিষয়ে বিনামূল্যে দুই কোটি ৫০ লাখ মানুষকে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট ।
মঙ্গলবার (৭ জুলাই) মাইক্রোসফট প্রতিষ্ঠান থেকে জানা যায়, সারাবিশ্বের দুই কোটি ৫০ লাখ মানুষকে বিনামূল্যে অনলাইন দুনিয়ার দরকারি দক্ষতার বিষয়ে চলতি বছরের শেষ দিকে প্রশিক্ষণ দেয়া শুরু করবে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, মুনফাবিহীন প্রতিষ্ঠানগুলোকে তারা ২০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেয়ার কথা বলেছে । এছাড়াও লিঙ্কডইন ও গিটহাবের মত প্ল্যাটফর্মগুলোকে ক্যারিয়ার ফোকাসড প্রশিক্ষণ চালু করার আমন্ত্রণ জানিয়েছে ।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, অর্থনীতি স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজের অবস্থান নিশ্চিত করতে ডিজিটাল দক্ষতা অর্জনের উপর বিশেষভাবে জোর দিতে হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর প্রধান গাই রাইদের বার্তা সংস্থা জানান, সারাবিশ্বের অবস্থা খারাপের দিকে যাচ্ছে । চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। যেটি দিনের পর দিন আরও বেশি খারাপ হচ্ছে। এমন পরিস্থিতি আমরা কেউ কখনোই দেখতে পাইনি । বিশ্লেষন করে দেখা যায়, উন্নয়নশীল দেশগুলোতে এই অবস্থা আরও ভয়াবহ হচ্ছে ।
জানা যায়, প্রতিদিনই কভিড-১৯ করোনা ভাইরাসে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। তাছাড়া মারাও যাচ্ছে শত শত। এ ভাইরাসের ভয়াবহতা আরো বিরাট আকার ধারন করছে দিনের পর দিন । এ সংকটকালে বেকার সমস্যা দূরীকরণ ও মাইক্রোসফটের প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিকরণে বিনামূল্যে প্রশিক্ষন দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটি সারাবিশ্বের মানুষের কাছে কর্মসংস্থান সৃষ্টির এক বিরাট সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা দুর করা যেতে পারে। অপরদিকে পরিবারের ব্যয় নির্বাহের জন্য রোজগারের পথটির একটি বিরাট সম্ভাবনা এনে দিবে মাইক্রোসফট ।
Leave a Reply