আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু টানেলের দুই টিউব খুলে দেয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু টানেলের দুই টিউব খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, একটি টিউব চলতি বছরের অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে এবং আরেকটি ডিসেম্বরে খুলে দেয়া হবে। আজ শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব। এর আগে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজ বাস্তবায়ন করা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিলো। কিন্তু এই প্রকল্পের সঙ্গে যারা যুক্ত তারা খুব সহজেই কাজটি বাস্তবায়ন করছেন। এতো বড় একটা প্রজেক্ট নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন হচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য। টানেলটি বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে। ডিসেম্বরের মধ্যে দুটি টিউবই খুলে দেয়া হবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি উদ্বোধন করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নিয়মিত প্রকল্পটির তদারকি করছে বলে জানান তিনি।

এসময় অন্য প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডলারের মূল্য নিয়ন্ত্রণ করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ডলারের বিষয়টি নিয়ে কাজ করছি। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা বাধা আসতেই পারে। ডলারের মূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। সবাই মিলে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি। এছাড়া বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে ইউরোপ আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এ প্র্যাকটিসটা নেই। সরকার এখনও জ্বালানির দাম বাড়ার ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয় তখন সরকার হয়ত চিন্তা ভাবনা করবে কী করা যায়। তবে দাম এখনও বাড়ানো হয়নি। ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু টানেলের দুই টিউব খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, একটি টিউব চলতি বছরের অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে এবং আরেকটি ডিসেম্বরে খুলে দেয়া হবে। আজ শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব। এর আগে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজ বাস্তবায়ন করা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিলো। কিন্তু এই প্রকল্পের সঙ্গে যারা যুক্ত তারা খুব সহজেই কাজটি বাস্তবায়ন করছেন। এতো বড় একটা প্রজেক্ট নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন হচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য। টানেলটি বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে। ডিসেম্বরের মধ্যে দুটি টিউবই খুলে দেয়া হবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি উদ্বোধন করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নিয়মিত প্রকল্পটির তদারকি করছে বলে জানান তিনি।

এসময় অন্য প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডলারের মূল্য নিয়ন্ত্রণ করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ডলারের বিষয়টি নিয়ে কাজ করছি। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা বাধা আসতেই পারে। ডলারের মূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। সবাই মিলে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি। এছাড়া বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে ইউরোপ আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এ প্র্যাকটিসটা নেই। সরকার এখনও জ্বালানির দাম বাড়ার ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয় তখন সরকার হয়ত চিন্তা ভাবনা করবে কী করা যায়। তবে দাম এখনও বাড়ানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ