আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে চান মেসি

স্পোর্টস ডেস্কঃ ওসাসুনার বিপক্ষে হারের পর লিগ শিরোপা হাতছাড়া করে নিজেদের খেলার কঠোর সমালোচনা করেছিলেন লিওনেল মেসি, তার সঙ্গে কণ্ঠ মেলান কোচ কিকে সেতিয়েনও। এর পর থেকই নিজেদের সমস্যাগুলো নিয়ে গভীর আলোচনা করেছে বার্সেলোনা। খুঁজে বের করেছে নিজেদের ঘাটতির জায়গাগুলো। আর তাতেই যেন বদলে গেছে দলটি। খেলায় ফিরেছে চেনা ছন্দ। শরীরী ভাষায়ও এসেছে পরিবর্তন। আলাভেসের বিপক্ষে দল যে মানসিকতা ও দায়িত্ববোধ দেখিয়েছে, তাতে সন্তুষ্ট বার্সেলোনা অধিনায়ক।
চলতি মৌসুমে এখনও একটি বড় শিরোপা জেতার সুযোগ আছে স্প্যানিশ দলটির। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামার আগে দলটি মরিয়া নিজেদের মানে ফিরতে। আগের রাউন্ডে রিয়াল মাদ্রিদের কাছে লিগ শিরোপা হারানো বার্সেলোনা রোববার আসর শেষ করেছে আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে। ম্যাচ শেষে মেসি খেলায় উন্নতির পেছনের গল্পের কথা জানান, ‘আমরা মূল কাজ যেটা করেছি, তা হলো পর্দার আড়ালে আত্ম-সমালোচনা করা। আর এটা করতেই হবে। পারফরম্যান্স বা ফলাফলের বিচারে মৌসুমটা আমাদের ভালো যায়নি। আজ আমরা নিবেদন ও মানসিক দৃঢ়তার দিক থেকে এক ধাপ এগিয়েছি।’
পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি খেলা কঠিন ছিল বলে মনে করেন মেসি। জয়ের এই মানসিকতা দলকে আরও এগিয়ে নেবে বলে তার বিশ্বাস, ‘আকাক্সক্ষার দিক থেকে কেউ আমাদের হারাতে পারবে না। আর এর ধারাবাহিকতায় সবকিছুই ঠিকঠাক হবে। মানসিকতা ও দায়িত্ববোধের দিক দিয়ে দল ভিন্নভাবে সাড়া দিয়েছে। সামনে যা আসছে এর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
বার্সেলোনার মনোযোগ এখন চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি ম্যাচের দিকে। শেষ ষোলোর ফিরতি পর্বে, আগামী মাসে কাম্প নউয়ে ইতালির দলটির মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ভালো কিছু করতে সময়টা কাজে লাগাতে চান আর্জেন্টাইন তারকা, ‘এই সময়টা খুব গুরুত্বপ‚র্ণ। কারণ, আমরা দারুণ কিছুর জন্য খেলব। (এবারের মৌসুমে) আমরা কী করেছি এটা বুঝতে অধিনায়ক হওয়ার দরকার নেই। আমাদের আরও ধারাবাহিক হতে হবে। আমাদের দারুণ কিছু স্পেল আছে এবং তা বজায় রাখতে হবে। বিরতির এই সময়ে (নাপোলি ম্যাচের আগে) আমাদের কিছুটা শান্ত থাকা দরকারৃগুরুত্বপ‚র্ণ হলো মাথা পরিষ্কার করে আগের চেয়ে আরও ক্ষুধা নিয়ে ফেরা।’
দল শিরোপা হারালেও পিচিচি ট্রফি জিতেছেন মেসি। টানা চতুর্থ ও সব মিলিয়ে পুরস্কারটি সপ্তমবার জিতে ছাড়িয়ে গেছেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো জারাকে। তবে সেটিও লিগের শ্রেষ্ঠত্ব হারানোর ক্ষতে প্রলেপ দিচ্ছে না সময়ের সেরা এই ফুটবলারকে। দলীয় খেলায় ব্যক্তিগত অর্জনকে কখনোই অতোটা গুরুত্ব দেন না দেয়া আর্জেন্টাইন তারকা বলেন, ‘ব্যক্তিগত পুরস্কার ও লক্ষ্য মূল বিষয় নয়। সাতটি পিচিচি ট্রফি জেতা গুরুত্বপূর্ণ একটা অর্জন হতে পারে। তবে লা লিগার সঙ্গে এটা এলে ভালো লাগতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ