আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৫ ইং

৫ আগস্ট হবে সরকারি ছুটি, জানালেন উপদেষ্টা ফারুকী

৫ আগস্টকে ‍‍`ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস‍‍` হিসেবে সরকারি ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা ফারুকী জানান, ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে ধারাবাহিক কর্মসূচি। এর আনুষ্ঠানিক সূচনা হবে আগামী সোমবার। এছাড়া, ১৪ জুলাই থেকে মূল আয়োজন শুরু হবে বলে জানান তিনি।

তিনি বলেন, “যেভাবে ঐতিহাসিক আন্দোলনের সময় দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই চেতনা ধারণ করে এবারও কর্মসূচি নেয়া হবে।”৫ আগস্ট জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, “রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এরপর থেকে ৫ আগস্ট হবে সরকারি ছুটি।”

এ সময় তিনি আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম—বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে কাজ করবেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ