আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

ময়মনসিংহের মোস্তফা ১২ দিন হেঁটে বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছালেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য ছেলেকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭১ বছর বয়সী বৃদ্ধ মো. মোস্তফা। জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা থেকে শোকের মাসে তিনি এমন কাজ করেছেন।
শুক্রবার (১৯ আগষ্ট) দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে পৌঁছান। এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে বেদির সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় তার ছেলে মো. মনিরুজ্জামান তার সঙ্গে ছিলেন।
গত ৮ আগস্ট বিকেলে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন মোস্তফা। তিনি ফুলপুরের সাহাপুর গ্রামের মৃত সোনা মিয়া ছেলে।
জানা যায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিবাদস্বরূপ ২৫ বছর জুতা পরেননি তিনি। এমনকি খালি পায়েই করতে যান বিয়ে।
পরে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষিত হলে সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক মরহুম এম শাম-ছুল হক তাকে জুতা উপহার দিয়েছিলেন। এরপর থেকে তিনি আবার জুতা পরা শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ