আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বিপদ বাড়ালেন মাহমুদউল্লাহ

বিপদ বাড়িয়ে ফিরলেন মাহমুদউল্লাহও। ইনিংসের ৩৫তম ওভারে দলীয় ১৭৩ রানে রিচার্ড এনগারাভার বল স্টাম্পে টেনে এনে আউট হয়েছেন তিনি। ফেরার আগে ৬৯ বলে ৩ চার সহযোগে ৩৯ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৫ উইকেটে ১৮০ রান তুলেছে বাংলাদেশ। ৩৯ বল থেকে ৩৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন আফিফ ২ বলে ৯ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মিরাজ।
ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে বুধবার (১০ আগস্ট) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতেও টস হেরেছে। টসজয়ী জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে তুলে ৪০ রান তুলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার তামিম-বিজয়। এরপর ৪১ থেকে ৪৭, এই ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটিতে সেই বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন বিজয়-মাহমুদউল্লাহ। তবে ৭১ বলে ৭৬ রান করে বিজয় ফিরলে আবারও ছন্দপতন হয়। পঞ্চমে উইকেটে আফিফের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ। তবে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের আউটের পর আবারও বিপদ দেখছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ