আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সংসদ সদস্য ইসরাফিল আলম আর নেই

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম মারা গেছেন।

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ভাগ্নে মনোয়ার হোসেন জানিয়েছেন, ইসরাফিল আলমের লাশ আজই তার এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এমপি ইসরাফিল আলম হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে গেছেন।

গত ৬ জুলাই ইসরাফিল আলমের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়লে তাকে ঢাকার স্কয়ার হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে প্রথম পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এলেও পরে নেগেটিভ আসে। এরপর সুস্থ হয়ে উঠলে তাকে ১৫ জুলাই বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা বেড়ে গেলে ১৭ জুলাই আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ইসরাফিল আলমকে।

শ্রমিক নেতা ইসরাফিল আলম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি।

সর্ববশেষ র্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ